ফারুক আহমদ, উখিয়া:
উখিয়ার সোনারপাড়া মেরিন ড্রাইভ সড়কে সন্ত্রাসীদের হামলায় স্বামী স্ত্রী আহত হয়েছে। তৎমধ্যে আবু তাহের (৪৮)কে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে। চিৎকার শুনে স্থানীয় জনগণ এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে উখিয়া হাসপাতাল ভক্তি করে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ অক্টোবর) সকালে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেলই পাড়া গ্রামের কলিমুল্লাহ পুত্র আবু তাহের ও স্ত্রী জোসনা আক্তার বাজারে যাবার জন্য মেরিন ড্রাইভ সড়কে আসলে প্রতিপক্ষগংরা পরিকল্পিতভাবে লোহার রড ও লাঠি নিয়ে আবু তাহেরকে আক্রমণ করে। স্বামীকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে সন্ত্রাসীরা স্ত্রী জোসনাকে মারধর এবং শীলতা হানি করে। ওই সময় নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদেরকে আহতবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে।
আহত আবু তাহের অভিযোগ করে বলেন বাগানের সুপারি নিয়ে সোনারপাড়া বাজারে আসার পথে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং মারাত্মক জখম করে তার পা ভেঙ্গে দেয়।
তিনি আরো জানান, মামলাসংক্রান্ত বিষয়ে আদালতে যাওয়ার পথে গত ১৪ অক্টোবর একই স্থানে অনুরূপ হামলা শিকার হয়। স্থানীয়রা বলেন গেল বছর আবু তাহেরের মালিকানাধীন একটি পোল্ট্রি ফার্ম আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় কক্সবাজার আদালত মামলা দায়ের করা হয়। যার নম্বর সিআর ৪৪১ /২০১৮। মূলত প্রতিশোধ পরায়ণ হয়ে আসামিরা মামলা প্রত্যাহার করতে একের পর এক হামলা করে যাচ্ছে। এদিকে বুধবার আহত ব্যক্তি বাদী হয়ে একই এলাকার সোনা আলী, রবিউল আলম, ফেরদৌস ও রায়হান কে আসামী করে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মেরিন ড্রাইভে সন্ত্রাসী হামলায় স্বামী স্ত্রী আহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।