সংবাদ বিজ্ঞপ্তি:
পর্যটন নগরী কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আপনকণ্ঠ পত্রিকায় বার্তা প্রধান পদে যোগদান করেছেন তরুণ সাংবাদিক এম.এ আজিজ রাসেল। বুধবার (১৬ অক্টোবর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে পত্রিকার গুরুত্বপূর্ণ এ পদে যোগদান করেন। এসময় দৈনিক আপনকণ্ঠের সম্পাদক (ভারপ্রাপ্ত) ওসমান গণি ও নির্বাহী সম্পাদক এইচ,এম নজরুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সাংবাদিক এম.এ আজিজ রাসেল সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রচার সম্পাদক। তিনি একযুগেরও বেশি সময় ধরে সংবাদ জগতের সাথে জড়িত রয়েছেন। তিনি ইতোমধ্যে জাতীয় দৈনিক সকালের সময়, গণকণ্ঠ, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী, দৈনিক হিমছড়ি ও দৈনিক আমাদের কক্সবাজারসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বিভিন্ন পদে পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্বে পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানে বিভিন্ন সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন, সহযোদ্ধা, শুভাকাংখী ও বন্ধুরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাকে। অর্পিত দায়িত্ব সততার সাথে পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, তরুন সংবাদকর্মী আজিজের বাড়ি কক্সবাজার পৌরসভার টেকপাড়ায়।
দৈনিক আপনকণ্ঠের বার্তা প্রধান পদে আজিজ রাসেলের যোগদান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
