সংবাদ বিজ্ঞপ্তি:
পর্যটন নগরী কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আপনকণ্ঠ পত্রিকায় বার্তা প্রধান পদে যোগদান করেছেন তরুণ সাংবাদিক এম.এ আজিজ রাসেল। বুধবার (১৬ অক্টোবর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে পত্রিকার গুরুত্বপূর্ণ এ পদে যোগদান করেন। এসময় দৈনিক আপনকণ্ঠের সম্পাদক (ভারপ্রাপ্ত) ওসমান গণি ও নির্বাহী সম্পাদক এইচ,এম নজরুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সাংবাদিক এম.এ আজিজ রাসেল সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রচার সম্পাদক। তিনি একযুগেরও বেশি সময় ধরে সংবাদ জগতের সাথে জড়িত রয়েছেন। তিনি ইতোমধ্যে জাতীয় দৈনিক সকালের সময়, গণকণ্ঠ, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী, দৈনিক হিমছড়ি ও দৈনিক আমাদের কক্সবাজারসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বিভিন্ন পদে পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্বে পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানে বিভিন্ন সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন, সহযোদ্ধা, শুভাকাংখী ও বন্ধুরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাকে। অর্পিত দায়িত্ব সততার সাথে পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, তরুন সংবাদকর্মী আজিজের বাড়ি কক্সবাজার পৌরসভার টেকপাড়ায়।