এম.আলী হোসেন, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে শপিংমলের অলিগলিতে চার-পাঁচজন করে ঘুরতে দেখা এবং বিভিন্ন স্থানে মোবাইল খুলে লুডু খেলা অবস্থায় দেখে ২২ যুবককে আটক করেছে।
থানার অপারেশন অফিসার এস.আই রুহুল আমিন জানান, অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে থানার সকল অফিসারগণ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের শপিংমলগুলোতে অলিগলিতে ৫/৬জন করে ঘুরতে থাকা এবং বিভিন্ন এলাকায় মোবাইলে লুডু খেলা অবস্থায় দেখতে পেয়ে ১৫ অক্টোবর রাত ৯টার দিকে পুলিশ সাঁড়াশি অভিযানে ২২ যুবককে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ হাবিবুর রহমান বলেন পুলিশের চোখে সন্দেহভাজন যুবকদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন অভিভাবকদের সচেতন হওয়া জরুরী তাদের আদরের সন্তান কোথায় যাচ্ছে কি করছে।
যে সময় ছাত্ররা পড়ার টেবিলে থাকার কথা ? যুবকরা তাদের কর্মসংস্থানের থাকার কথা ?
এই উঠতি বয়সের যুবকরা শহরের অলিগলিতে ৪/৫জন করে দাঁড়িয়ে থাকা আর বিভিন্ন এলাকায় মোবাইল খুলে লুডু অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলে এমন যুবক বা কিশোর গ্যাংরা বেআইনি পথে যাওয়ার আগেই তাদেরকে ফেরাতে হবে, এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে কাউকে ছাড় দেওয়া হবেনা।
পুলিশের সাঁড়াশি অভিযান কে স্বাগত জানিয়ে কমিউনিটি পুলিশের লক্ষ্যারচর ইউনিয়ন শাখার সভাপতি সাইকুল ইসলাম বলেন বিদ্যালয় সময় ও রাতে বিভিন্ন স্থানে অপরিচিত অপরিচিত যুবকদেরকে আটক করতে অভিযান কে স্বাগত জানাই, উল্লেখযোগ্য হলো বর্তমান যুব সমাজের কিছু অংশ ছেলেরা বিভিন্ন স্থানে ছেঁড়া প্যান্ট, টাইট পট – গেঞ্জি টি-শার্ট পরা, চুলের কাটিং যেন অস্বভাবী তাদের কাজ হচ্ছে মার্কেটের গলি ও রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে যুবতীদের দৃষ্টি আকর্ষণ করা।
যারা কর্ম করে আর যারা পড়ালেখা করে তাদের সঠিক কাজটি যেন করে, সঠিক পথে ফেরানোর জন্য পুলিশের অভিযানের মাথায় রেখে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি বলে মনে করেন তিনি।
থানার ও.সি (তদন্ত ) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন ২২ যুবক আটক করে আদালতে প্রেরণ করা হয় এবং অভিভাবকদের সচেতন হওয়া জরুরী বলে মনে করেন তিনি।
একজন অভিভাবক জানান তার সন্তান কে মাননীয় আদালত ৫০ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে।
চকরিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২২ যুবক আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
