প্রেস বিজ্ঞপ্তি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজার সিটি কলেজ আয়োজিত আন্তঃ অনুষদ গোল্ডকাপ ফুটবল টুনর্ণামেন্ট ১৬ অক্টোবর বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয়েছে। চার দলের অংশ গ্রহনে চারদিন ব্যাপী এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ক্যথিং অং। টুর্ণামেন্টে অংশ নেয়া চারটি দল হল কলা অনুষদ, বাণিজ্য অনুষদ, বিজ্ঞান অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কলা অনুষদ বনাম বাণিজ্য অনুষদের উপভোগ্য ম্যাচটি গোল শূণ্য ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচে ফেভারিট সমাজ বিজ্ঞান অনুষদ ২-১ গোলে বিজ্ঞান অনুষদকে হারিয়ে শুভ সূচনা করেছে। সমাজ বিজ্ঞান অনুষদের জয়ের নায়ক আরাফাত ও জিয়া। তারা ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি করেন ।
এদিকে ম্যাচ শুরুর পূর্বে এক উদ্বোধনী অনুষ্ঠান টুর্ণামেন্ট কমিটির আহবায়ক অধ্যাপক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং বলেন, মাদক মুক্ত সমাজ গঠন করতে সত্যিকার ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। সুস্থ, সবল, দেহমন গঠন কল্পে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য প্রকৌশলী বদিউল আলম, উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, বাণিজ্য অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ , সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহনুর আকতার, কলা অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার চৌধুরী, বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপিকা জেবুন্নেছা । পরে অতিথি বৃন্দ মাঠে উপস্থিত চার দলের খেলোয়াড় কর্মকর্তাদের সাথে পরিচিত হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।