প্রেস বিজ্ঞপ্তি:

শহরের দক্ষিণ তারাবনিয়ারছড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন এর মাতা আনোয়ারা বেগম ১৬ অক্টোবর’২০১৯ বিকেল ৩.৩০ মিনিটের সময় চকরিয়াস্থ নিজ বাড়ী পূর্ব বড়ভেওলার দিয়ারচর গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….. রাজেউন)। মৃত্যুকালীন মরহুমার বয়স হয়েছিল (৬৮) বছর।

১৫ অক্টোবর রাত ১০টার সময় চকরিয়াস্থ পূর্ব বড়ভেওলার দিয়ারচর মসজিদ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন এর মাতা আনোয়ারা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।