মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ের খেলায় কক্সবাজার জেলা দলের খেলোয়াড় সাইমন ইসলামের হ্যাট্রিকে চট্টগ্রাম সিটি করপোরেশন দলকে ৩-০ গোলে হারিয়ে কক্সবাজার (বালক অনূর্ধ্ব-১৭) সেমিফাইনালে উঠেছে। চট্টগ্রামের সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বুধবার ১৬ অক্টোবর বেলা আড়াইটার দিকে খেলা শুরু হয়। বিষয়টি কক্সবাজার জেলা (অনূর্ধ্ব-১৭) দলের ম্যানেজার ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির সিবিএন-কে নিশ্চিত করেছেন।
হেলাল উদ্দিন কবির আরো জানান, বৃহস্পতিবার সকাল ১১ টায় একই মাঠে ফেনী জেলা দলের সাথে কক্সবাজার জেলা দল সেমিফাইনালে খেলবে। ফেনী জেলা দল লক্ষীপুর জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। কক্সবাজার জেলা দলে কোচ হিসাবে রয়েছেন খালেদ আজম বিপ্লব।