আব্দুস সালাম, টেকনাফ:
চলন্ত গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে টেকনাফ বাস ষ্টেশন সড়কে। এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক সড়কের যান চলাচল বন্ধ ছিল। আগুন ধরে একটি নোহা মাইক্রোবাস পুড়ে ছাঁই হয়ে যায়।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে টেকনাফ পৌরসভার মিলকী রিসোর্টের সামনে সড়কে নাফ ফিলিং ষ্টেশন পেট্রোল পা¤প থেকে তৈল নিয়ে যাওয়ার সময় ইঞ্জিনের তৈলের পাইপ লিগ হওয়ার কারণে আচমকাই ইঞ্জিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে গাড়ির চালক গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠে নিমিষেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে টেকনাফ ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী এসে চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে। ততক্ষণে আগুন ধরে টেকনাফ পৌরসভা কলেজ পাড়া এলাকার মোঃ ইদ্রিসের ছেলে নুর মোহাম্মদের মালিকানাধীন নোহা মাইক্রোবাসটি চট্টমেট্টো-ছ (নং-১৪-০৫৯৪) পুড়ে ছাঁই হয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে মাইক্রোবাসটির মালিক নুর মোহাম্মদ বলেন, আগুনে পুঁড়ে যাওয়া গাড়ির বাজার মূল্য ১০ লাখ টাকা এবং গাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। ইঞ্জিনের তৈলের পাইপ লিগ হওয়ার কারণে আচমকাই ইঞ্জিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে গাড়িতে থেকে নেমে পড়ি। আতংকে লোকজন কেউ এগিয়ে আসেনি। গাড়িটি পুড়ে ছাঁই হওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের অবহেলার কারণে পুরো গাড়িটিই ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে টেকনাফ ফায়ার ষ্টেশনের টিম লিডার সুকেন্দু চাকমা বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন ধরে যাওয়া নোহা মাইক্রোবাসটি দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নোহা মাইক্রোবাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।