বার্তা পরিবেশক :
আর্ন্তজাতিক দুযোর্গ প্রশমন দিবস-২০১৯ উপলক্ষে কেয়ার বাংলাদেশ ইউএসএইড প্রেরণা প্রকল্প ও মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুযোর্গ ঝুঁকি হ্রাস মেলা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মহেশখালী নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম উদ্বোধন করেন এই মেলা। মেলায় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানের উপায় হিসেবে বিভিন্ন সরকারী-বেসরকারী সেবাপ্রদানকারী সংস্থা সমূহের দায় দায়িত্ব সহ পটগান স্টলের মাধ্যমে লিপলেট, বুকলেট, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, রচনা, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সহনীয় বনায়ন, পরিবেশ বান্ধব স্কুল কাম সাইক্লোন সেল্টার নির্মাণ, স্থানীয় দুযোর্গ ব্যবস্থাপনা কমিটিকে প্রশিক্ষণ সহ অন্যান্য কার্যক্রমও তুলে ধরেন।
এতে অংশগ্রহণ করেন মহেশখালী উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউট, সিপিপি, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সাংস্কৃতিক দলের সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা।
মেলায় অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশখালীর ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, কেয়ার বাংলাদেশের সিনিয়র টিম লিডার মেসবাহ উদ্দিন, ডিআরআর টেকনিক্যাল কোঅর্ডিনেটর আলী আসগর ও স্ট্রাকচার টেকনিক্যল কোঅর্ডিনেটর লুক চাকমা।