প্রেস বিজ্ঞপ্তি :

ছাত্র-ছাত্রীদের মধ্যে মানসিক বিকাশে ‘আইকিউ টেস্ট এবং চারুকারু প্রদর্শনী–২০১৯ ব্যাপক জমে উঠেছে। প্রতিদিনই কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক তাদের কার্যক্রম দেখতে আসছেন।

একদিকে ছাত্র-ছাত্রীরা আইকিউ টেষ্ট ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন অন্যদিকে শিক্ষক, অভিভাবক তাদের কার্যক্রম ও আয়োজন দেখে মুগ্ধ হচ্ছেন। শুধু তাই নয়, কিডস আইটি সেন্টার এর এই আয়োজনে কমেন্ট করার ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষক, অভিভাবক অথবা দর্শনার্থী আনন্দের সহিত তাদের মতামত দিয়ে যাচ্ছেন। কেউ-কেউ আবার র‌্যাফেল-ড্র এর টোকেন নিচ্ছেন। রামু ক্যান্টনমেন্ট, পিটিআই, কেজি স্কুল, শহীদ তিতুমীর, অংকুর ও ইন্টারন্যশনাল স্কুল থেকে আসা ছাত্র-ছাত্রীদের খুব আনন্দের সহিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়।

কিডস অাইটি সেন্টার এর ট্রেইনার শামীমা আলী জানান, প্রতিদিন বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা অভিভাবকসহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং সবাই খুবই আনন্দের সাথে আয়োজন উপভোগ করছে। তাদের এই আয়োজন ১৮ অক্টোবর পুরুষ্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।

কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ জনাব ফজলুল করীম চৌধুরী বলেন, বাইরের দেশে এই রকম উদ্দ্যোগ প্রচলিত থাকলেও আমাদের দেশে খুবই নগন্ন। কক্সবাজারে এই ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কিডস আইটি সেন্টার এর মাধ্যমে স্থানীয় শিশু-কিশোরদের মধো ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন্শাআল্লাহ।

কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রতিক্রিয়ায় বলেন, কিডস আইটি সেন্টার এর এই ব্যতিক্রম উদ্যোগ কক্সবাজারের ছোট সোনামনিদের জন্যে বিশেষ উপকারি ও যূগ উপযোগী অবদান রাখবে।

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালযের সিনিয়র শিক্ষক শাহজান কুতুবী বলেন, কিডস আইটি সেন্টার এর এই উদ্যোগ খুবই সুন্দর ও প্রশংসনীয়। কক্সবাজারের ছোট্ট সোনামনিদের জন্যে ইহা খুবই উপকারি হবে। সকলের জন্যে দোআ রইল।

তাছড়া শহীদ তিতুমীর ইনষ্টিটিউট এর পরিচালক, কেজি স্কুল, ল্যাবরেটরি স্কুল, আইডিয়াল স্কুল, হলি চাইল্ড স্কুল, অংকুর কিন্ডারগাটেন, কক্স ক্যাম্বিয়ান, সেন্ট্রাল সরকারী প্রাইমারি, ডি-ওয়ার্ড সরকারী প্রাইমারি, বার্মিজ সরকারী প্রাইমারিসহ প্রায় ডজন খানেক স্কুলের প্রধান শিক্ষক এই আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত প্রদান করেন।