আবুল কালাম, চট্টগ্রাম:
দীর্ঘ তিন মাস কারাবসের পর জামিনে ছাড়া পেয়ে বের হওয়ার পথে জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যাদার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে মঙ্গলবার সকালে কোতোয়ালী থানায় হস্তান্তর করে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গাজী সিরাজকে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান গাজী সিরাজ। কারাগার থেকে বের হওয়ার পরপরই কারাফটকেই তাকে ফের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ও নগরের বিভিন্ন থানায় গাজী সিরাজ উল্লাহর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।
এর আগে গত ৯ জুলাই নগরের চকবাজার আনিকা কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার সময় গাজী সিরাজকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছিল বাকলিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে শুধু বাকলিয়া থানায় ১২টি মামলা রয়েছে। সাড়ে তিন মাস কারাগারে থেকে সোমবার মুক্তি পেয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ জুলাই সর্বশেষ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন। তবে বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।