পেকুয়া প্রতিনিধি :

‌কক্সবাজারের পেকুয়ায় ৬বছরের সাজাপ্রাপ্ত অাসামী মুহাম্মদ শাহেদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাহেদ উপজেলার টইটং ইউনিয়নের ধনিকাটা গ্রামের জাকরিয়ার ছেলে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ধনিয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুল আজম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাজার অাসামী মুহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করতে এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গভীর রাতে চালায়। এ সময় ধনিয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। শাহেদের বিরুদ্ধে কক্সবাজারের একটি আদালতের সি.আর মামলা নং-(২৩৩/১৩) একটি প্রতারনা মামলার দুইটি পৃথক ধারায় ৩বছর করে ৬ বছরের সাজা রয়েছে। ৪২০ ধারায় তিন বছর ও ৪০৮ (বিশ্বাস ভঙ্গ) ধারায় তিন বছর সাজা ও ৫হাজার টাকা অর্থ জরিমানা করে। অনাদায়ে আরো তিন মাস কারাদন্ড দেয় আদালত।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।