মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাপালং গ্রামের সন্তান, মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। মঙ্গলবার ১৫ অক্টোবর সকালে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, সিভিল সার্জন মোহাম্মদ আবদুল মতিন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা তাঁকে স্বাগত জানান।

কক্সবাজারবাসীর গর্বের ধন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাঁর ভাই শহীদ এটিএম জাফর আলম সিএসপি এর নামে নামকরণকৃত নব নির্মিত হলদিয়া পালং এ শহীদ জাফর আলম ডায়াবেটিক এন্ড কমিউনিটি হাসপাতালের মঙ্গলবার ১৫ অক্টোবর উদ্বোধন করবেন। তিনি হাসপাতাল পরিচালনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

কক্সবাজারের ভূমিপুত্র মোহাম্মদ শফিউল আলম আগামী ২৮ অক্টোবর দেশের ২১তম মন্ত্রীপরিষদ সচিব হিসাবে শেষ কর্ম দিন অতিবাহিত করবেন। একইদিন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব হিসাবে মোহাম্মদ শফিউল আলমের ৪ বছর পূর্ণ হবে। সে অনুযায়ী মন্ত্রীপরিষদ সচিব হিসাবে মোহাম্মদ শফিউল আলমের এ সফর নিজ জেলা কক্সবাজারে শেষ সফর। মোহাম্মদ শফিউল আলম মন্ত্রীপরিষদ সচিবের পদ মর্যদায় বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে আগামী ১ নভেম্বর হতে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন। আগামী ৩০ অক্টোবর নতুন নিয়োগ পাওয়া পদে দায়িত্ব পালনের জন্য তিনি ওয়াশিংটন যাবেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে জানিয়েছেন। অপরদিকে, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে দেশের ২২ তম মন্ত্রীপরিষদ সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।