প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ ইং অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি তাজুল ইসলাম এবং সিনিয়র সচিব মো. শাহ কামাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।
দেশের ৮২ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসবক হিসাবে মনোনিত করেন। তার মধ্যে মহেশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ সমাজ সেবা সহ এলাকার বিশেষ উন্নয়নে অবদান রাখায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান তাকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরষ্কার” ও সম্মাননা প্রধান করেন।