বার্তা পরিবেশক :
অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ভিন্নধারার বুদ্ধ চর্চার নান্দনিক কাগজ “বিবর্তনে”র প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান সংখ্যা ২০১৯এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (১৩অক্টোবর ) দুপুর ১.৩০ মিনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাময়িকীর মোড়ক উন্মোচনের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (দায়িত্ব প্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।
এ সময় বার্তা সম্পাদক ভদন্ত ধর্মবোধি ভিক্ষু বিবর্তনের উপদেষ্টা সম্পাদক স্বপ্না বড়ুয়া, অধ্যাপক শ্যামলরঞ্জন চত্রুবর্তী, পদার্থ বিজ্ঞান বিভাগ, লাইতুল নাহার, চেয়ারম্যান মনোবিজ্ঞান বিভাগ, অধ্যাপক অরূপ বড়ুয়া, সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ, তমাল বড়ুয়া, দীপন বড়ুয়া, শ্যামলী বড়ুয়া, ছন্দক বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন
এবারের সমাজ, সংস্কৃতি কর্মী অনুপম বড়ুয়া টিপুর সম্পাদনায় প্রকাশিত সাময়িকী ‘বিবর্তন’ এ দেশ-বিদেশের বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে।