মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এ.কে.এম জাহাঙ্গীর আজিজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিশ্বস্ত সুত্র সিবিএন-কে এখবর নিশ্চিত করেছেন। সোমবার ১৪ অক্টোবর ঘুমধুম ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন করা হয়।
নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে রশিদ আহমদ মাত্র ৩৪৭ ভোটের ব্যবধানে হেরেছেন। বিজয়ী ও বর্তমান চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজ পেয়েছেন ৩৭৪৫ ভোট এবং নিকটতম প্রার্থী রশিদ আহমদ পেয়েছেন ৩৩৯৮ ভোট।
প্রসংগত, সোমবার ঘুমধুম ইউনিয়ন নির্বাচন চলাকালে ফাত্রিজিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল পৌনে ৪ টার দিকে দু’জন মেম্বার প্রার্থীর জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষ থামাতে গিয়ে বিজিবি’র গুলিতে দু’জন উপজাতি নিহত হয়।