আবদুল্লাহ রিয়েল ,ফেনী: ফেনীর ছাগলনাইয়া থেকে ৬৩ লাখ টাকা মূল্যের ভারতীয় টার্গেট ও সেনেগ্রা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। সোমবার ১৪ অক্টোবর দুপুরে উপজেলার দক্ষিণ যশপুরে অভিযান পরিচালনা করে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত পিলার ২১৮৯/২-এস হতে ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুরে অভিযান পরিচালনা করে। এ সময় ৩৯ হাজার ৯শ’২৪ পিস ভারতীয় টার্গেট ট্যাবলেট ও ২৪ হাজার পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত ট্যাবলেটের সিজার মূল্য ৬৩ লাখ ৯২ হাজার ৪শ’ টাকা। জব্দকৃত ট্যাবলেট ফেনী কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
ফেনীতে ৬৩ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
