প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৬ জনকে আটক করেছে। গত ১৩ অক্টোবর সকাল হতে ১৪ অক্টোবর সকাল পর্যন্ত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই আবুল কালাম, এসআই শরীফ উল্লাহ, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই মোঃ শরিফ উল্লাহ, এএসআই লোকমান, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। শহিদুল ইসলাম প্রঃ খোকন, পিতা- মৃত বদর আলম, সাং- সাং- রহুল্লাহর ডেইল, থানা ও জেলা-কক্সবাজার।

২। আবু তাহের, পিতা- বদর আলম, সাং- রহুল্লাহর ডেইল, থানা ও জেলা-কক্সবাজার।

৩। মোঃ মিজান, পিতা- আবুল খাতুন, সাং- পশ্চিম বাহারছড়া, বালিকা মাদ্রাসা রোড, ১১ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

৪। দ্বীন মোহাম্মদ, পিতা- মৃত আলতাজ আহমদ, সাং- ধলিরছড়া মুড়া পাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার।

৫। মোঃ হোসাইন, পিতা- ফরিদ আলম, সাং- ধলিরছড়া মুড়া পাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ রুবেল, পিতা- জিন্নাত আলী, সাং- মধ্যম কলাতলী, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শ  মোঃ খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।