এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদে হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমএ। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন চকরিয়া উপজেলা সহকারি কমিশানার (ভুমি) মো.তানভীর হোসেন।

সভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত রাখা, ছিনতাইকারী ও বখাটেমুক্ত এবং পুরো উপজেলার গ্রামীণ জনপদকে মাদকমুক্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ইভটিজিংয়ের শিকার থেকে ছাত্রীদের রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে সপ্তাহে একবার নৈতিক অবক্ষয় রোধ ও দেশপ্রেমে উদ্বৃদ্ধকরণ ক্লাস নেয়ার আহবান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, জেলা আওয়ালীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন, বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা হাজি আবু মো.বশিরুল আলম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী ও চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ প্রমুখ।

এ সময় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী, চকরিয়া দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নোমান, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মো.সালাহ উদ্দিন, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।