মোঃ ফারুক ,পেকুয়া (কক্সবাজার) :
কক্সবাজারের পেকুয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী শুক্কুর সোহেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত থেকে যৌতুক নিরোধ আইনে তার বিরুদ্ধে দুই বছরের সাজা রয়েছে। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার নুরুল হকের পুত্র।
সোমবার বিকেল ৫টায় রাজাখালীর বদিউদ্দিন পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, গ্রেপ্তার শুক্কুর সোহেল পুলিশের চোখকে ফাঁকি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানার এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।