মুহাম্মদ শাহ জাহান, আবুধাবিঃ
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত গণমাধ্যম কর্মীদের পেশাজীবি সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের ইউএই’র বার্ষিক নির্বাচন স্বাতন্ত্র্য গঠনতন্ত্রের আলোকে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
গত ১৩ অক্টোবর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান সম্পন্নের লক্ষ্যে আবুধাবি সেন্ড মেরিন রেস্টুরেন্টের হল রুমে বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রেসক্লাব সভাপতি শিবলি আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কোর আন তেলাওয়াত করেন সহ সম্পাদক এসএম মুদাচ্ছের শাহ।
উল্লেখ্য যে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন জন উপদেষ্টা সদস্যদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন, আগামী ২০ অক্টোবরের মধ্যে তফসিল ঘোষনা, মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানসহ নানা কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত বিশেষ সাধারণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি, রফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, আইন বিষয়ক সম্পাদিকা সানজিদা ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম সাইফুল, প্রচার সম্পাদক সঞ্জিত কুমার শীল, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ জাহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাঈল ও সদস্য শামসুল হক প্রমুখ।