মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যছড়ি সদর ইউনিয়ন, ঘুমধুম ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার আসনে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার আসনের শূন্য পদের নির্বাচনে ভোট গ্রহন উপলক্ষে সোমবার ১৪ অক্টোবর সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, একই জেলার বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে সেসব উপজেলা ও ইউনিয়ন সহ একইদিন দেশের ৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, ১৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১০৬ টি বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদে ভোট গ্রহন উপলক্ষে সোমবার ১৪ অক্টোবর সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। এছাড়া একইদিন ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর পৌরসভা ও ভোলা জেলার লালমোহন পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে এ দুটি পৌর এলাকায়ও সাধারণ ছুটি ঘোষনা করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ-৪ শাখার গত ১০ অক্টোবর ২০৪ নম্বর স্মারকে সিনিয়র সহকারী সচিব এস.এম শাহীন কর্তৃক জারীকৃত এক প্রজ্ঞাপনে এই সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। এসব এলাকায় সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, এনজিও, বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী সাধারণ ছুটির আওতায় থাকবে। তবে ছুটি ঘোষনাকৃত এলাকাসমুহে পূর্ব নির্ধারিত কোন পাবলিক পরীক্ষা থাকলে তা ছুটির আওতামুক্ত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।