মোঃ আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) :
দেশে ফিরেই সংবর্ধনা পেলেন মালেশিয়া প্রবাসী ঈদগড়ের সমাজসেবক মোঃ সাগর। তিনি নুর মোহাম্মদের ছেলে। দীর্ঘদিন মালেশিয়ায় অবস্থান শেষে গতকাল দেশে ফিরেই নাইক্ষ্যংছড়ির বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় সংবর্ধনা পান তিনি। রবিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান সহ সংবর্ধনা দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রবাসী মোঃ সাগর আবেগাপ্লুত হয়ে বলেন- ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা চিন্তা-চেতনা রয়েছে। আমি সব সময় ধর্মীয় কাজকেই অগ্রাধিকার প্রদান করি। বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসাটি আমাকে প্রবাসী উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আমি যেন নিরলস ভাবে পালন করতে পারি, এ জন্য উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ¦ শামশুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ নাছের উদ্দিন। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রবাসী নুরুল বশর, স্থানীয় বাসিন্দা মোঃ আলম, লিয়াকত আলী, পেঠান আলী সহ আরো অনেকে।