আবুল কালাম , চট্টগ্রাম :

চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন সিটি গেইটের উত্তর পার্শ্বে মোস্তফা হাকিম কলেজ রোডের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার উপর থেকে তল্লাশি করে দেড়শ পিস ইয়াবাসহ বরিশাল’র এক যুবককে আটক করেন পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) রাত আট টার দিকে বিশেষ অভিযানে তল্লাশি করে তাকে আটক করেন নগরীর আকবরশাহ থানা পুলিশ।

আটককৃতের নাম মো, আবু তাহের( ২৮) সে বরিশাল জেলার বাকেরগন্জ থানার পাদরী শিবপুর গ্রামের আব্দুল খালেদ’র পুত্র।

থানা সুত্রে জানাযায় আটককৃত আসামীর বিরুদ্ধে নগরীর আকবরশাহ্ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হইয়াছে।