এম. আলী হোসেন, চকরিয়া :
শহরের বিভিন্নস্থানে ৪-৫ জন করে বসেথাকা প্যান্ট ছেঁড়া, টাইটপিট গেঞ্জি ও টি শার্ট পরা যুবকরা মেয়েদের দৃষ্টি আকর্ষণ করা তাদের কাজ, এদেরকে রোমিও বলে ? চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় বিভিন্ন স্থানে বসে থাকা তিন জন রোমিও আটক করেছে পুলিশ ।
চকরিয়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, রুমিও যুবকদের উপদ্রব বৃদ্ধির সংবাদটি থানা পুলিশকে জানালে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ও,সি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে চকরিয়া পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পরে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে তাদের অভিভাবকদের ডেকে এনে তাদের জিম্মায় সঠিক পথে তাদের চলার জন্য পরামর্শ দিয়ে ছেড়ে দেয়।
ইতিপূর্বে চকরিয়া কমিউনিটি পুলিশের জনসভায় কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বক্তব্যে বলেছিলেন চকরিয়ায় কিশোর গ্যাং চার-পাঁচজন করে দল বেঁধে থাকে এদের প্রতি পুলিশ দৃষ্টি রেখেছে।
কিশোর গ্যাং অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এমনকি স্কুল-কলেজ যাতায়াতের ছাত্রীদের ইভটিজিং মাদকসহ বিভিন্ন বেআইনি কাজে তারা ঝুঁকে পড়ছে তাদেরকে সচেতন করতে আটক করে থানায় এনে তাদের অভিভাবকদের ডেকে এনে পরামর্শ দিয়ে ছেড়ে ছেড়ে দেয়ার নির্দেশ দেন।
এতে উঠতি বয়সের কিশোর গ্যাং গুলো সঠিক পথ পেলে আর কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত হবে না বলে বক্তব্য রেখেছিলেন তিনি।