মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
যোগ্য ও নিষ্ঠাবান কর্মকর্তারা যেখানেই দায়িত্ব পালন করুক, সেখানেই দক্ষতা পেশাদারিত্বের চাপ রাখে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম ও একজন নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে তাঁর পরবর্তী স্টেশনেও দক্ষতার চাপ রাখবেন বলে আশাবাদী।
কক্সবাজার সদর মডেল সদ্য বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম এর বদলীজনিত বিদায় সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহম্মদ ইকবাল হোসাইন একথা বলেন।
শনিবার ১২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্টেলিজেন্স) মোঃ আরিফ ইকবাল এর সঞ্চালনায় সদর মডেল থানার উদ্যোগে উক্ত বিদায় সংবর্ধনায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, চ্যানেল আই এর সিনিয়র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্রকর্তা (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি খায়রুজ্জামান সহ কক্সবাজার জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সর্বস্থরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
সম্বর্ধিত অতিথি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম বলেন, আমি যেখানে যায় না কেন, কক্সবাজারের মানুষের কথা সারাজীবন মনে থাকবে। এখানকার মানুষের সহযোগিতা, ভালবাসায় আমি কৃতার্থ হয়েছি। তিনি তাঁর কর্মজীবনে সার্বিক সফলতার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।