মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু : রামুতে স্থগিত হওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে । ২য় দিনের নৌকা বাইচ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ।
নৌকা বাইচ প্রতিযোগিতার পরিচালনা কমিটি’র সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ (আসাদ ) জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে রামুর নৌকা খেলা ১০ অক্টোবর স্থগিত করা হয়েছিল।
১২ অক্টোবর নৌকা বাইচ প্রতিযোগিতার পরিচালনা কমিটির চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে জরুরি মিটিং অনুষ্ঠিত হয় রাতে। উক্ত মিটিংয়ে সিদ্ধান্ত হয়।
রামু নৌকা বাইচ প্রতিযোগিতার ২য় দিনের খেলা অনুষ্ঠিত হবে আগামী (১৭ অক্টোবর বৃহস্পতিবার ) দুপুর ২টায়
রামু বাজারের পূর্ব পয়েন্টের হাইটুপি থেকে চেরাংঘাটা ঘাটা, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে সকল প্রিয় ক্রীড়ামোদিদের আমন্ত্রিত।