সংবাদদাতা :

আর্থ সামাজিক উন্নয়ন ও মানবসেবার মূলমন্ত্র নিয়ে পর্যটন শহরে যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন “ঊষার আলো যুব সংঘ”। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা স্থানীয় এক হোটেলে অসীম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও রাজীব পালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন-সাংবাদিক বলরাম দাশ অনুপম, শাহিনুল কাদের লিমন, আমির উদ্দিন, বিকাশ দাশ, সুজন পাল, মোঃ শাওন, অলক পাল, দিপেন দাশ, রাজেশ দেব, মোঃ রিফাত, সাগর দে, মামুন পারভেজ ইয়াছিন, অমিত মল্লিক, শুভ্র দাশ, দেবরাজ চৌধুরী, রাহুল পাল, সুভাষ দে, অনিক নন্দী, নয়ন দাশ, রাজু দে, পলাশ দাশ প্রমুখ। আলোচনার পর সকলের সর্বসম্মতিক্রমে অসীম কুমার চক্রবর্তীকে সভাপতি, সাংবাদিক বলরাম দাশ অনুপমকে সিনিয়র সহ-সভাপতি, রাজীব পালকে সাধারণ সম্পাদক, সুজন পাল ও বিকাশ দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক, আমির উদ্দিনকে সাংগঠনিক, দ্বিপেন দাশকে সহ-সাগঠনিক, রাজেশ দেবকে অর্থ সম্পাদক, মোঃ শাওনকে সহ-অর্থ সম্পাদক, সাগর দেকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অলক পালকে সাংস্কৃতিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।