লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
তারা হলেন- উপজেলার আধুনগর ওজাপাড়া এলাকার আব্দুস ছোবহানের ছেলে মো: আরিফ হোসেন (৩০) ও চুনতি ইসলাম মিয়াপাড়া এলাকার মৃত সালেহ আহমদের ছেলে জসিম উদ্দিন (৩৫)।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ৭২ টি ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।
লোহাগাড়া থানার ওসি মু. সাইফুল ইসলাম জানান, আটককৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতে সোপার্দ করা হবে।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান থানার ওসি।