সংবাদদাতা :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডের দইংগারবিলে সাড়ে ৩০ শতক কৃষি জমি নিয়ে অপপ্রচার করছে এক শ্রেণির ভূমি দস্যুরা।
তাঁরা অপপ্রচারের অংশ হিসাবে ওই জমিগুলো তাদের দাবি করে গত ৮ অক্টোবর কক্সবাজারের স্থানীয় দৈনিক কক্সবাজার প্রতিদিন পত্রিকা ও তার আগের দিন বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা খবর প্রচার করেছে। যা সম্পূর্ণ ভানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন এসব জমির প্রকৃত মালিক আলহাজ্ব রাজা মিয়া।
আলহাজ্ব রাজা মিয়া জানিয়েছেন- তিনি ওই জমিগুলো পশ্চিমবোমাংখিলের মূত নুরুল হক থেকে ১৯৮০ ইংরেজীতে ক্রয় করে নামজারি খতিয়ানও করেছেন। চলতি বছর পর্যন্ত ভোগদখল করে নিয়মিত রাজস্বও আদায় করছেন। যার আরএস দাগ নং ৮২৬৫ ও ৮২৬৬ এবং বিএস দাগ নং ৯৫২৩ ও ৯৫২৪। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব জমি দখলে নিতে মৃত নুরুল হকের ছেলে জাহাঙ্গীর, বাবু, সেলিম ও হুমায়ুন গং মরিয়া হয়ে উঠে। তারা ভূমি দস্যুর রূপ ধারণ করে হামলা ও মারধরের হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম জানান- রাজা মিয়া গং এর কাগজপত্র যাছাই করে দেখা গেছে তাঁরা খরিদসূত্রে প্রকৃত মালিক। জাহাঙ্গীর ও বাবু গং শালিস বৈঠকে আসতে চান না। যার কারণে স্থায়ীভাবে জমির এ বিরোধ সামাধানও হচ্ছে না।