আবদুল মজিদ, চকরিয়া:

দেশবাসী ও প্রবাসী বিক্তবানদের কাছে মানবতার সাহায্যের এগিয়ে আসার আহবান জানিয়েছেন মরনব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত চকরিয়া পৌরসভার স্টাফ রকিব হাসান চৌধুরী। তিনি চকরিয়া পৌরসভার সহকারী কর আদায়কারী। রকিব হাসান চৌধুরী একজন নও মুসলিম। তিনি সনাতনী ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করায় তার মা-বাবা, আত্বীয় স্বজন বলতে কেউ নেই। তাই মরনব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কেমো থেরাপি সেন্টারে একে একে ১২ টি কেমো থেরাপি দেওয়ার পর চিকিৎসার ব্যয়ভার বহন করতে তার পরিবারের একার পক্ষে সম্ভব হচ্ছে না। তার আর্থিক অবস্থা একেবারে নিস্ব হয়েগেছে। ভাগ্যের নির্মম পরিহাস বিগত কয়েক মাস আগে একটু সুস্থতা অনুভব করলেও স¤প্রতি সময়ে অবস্থার আরো অবনতি হয়েছে। তাকে বর্তমানে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম কেমো থেরাপি সেন্টারে প্রায় ৩য় সার্কেল কেমো থেরাপি করতে হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে শীঘ্রই দেশের বাহিরে ভারতের ভেলোরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন তার পরিবার। অসুস্থ রকিব হাসানের স্ত্রী স্বামীর চিকিৎসার ব্যয়ভার বহনে সমস্যায় রয়েছেন। উন্নত চিকিৎসায় ভারতে নেয়ার জন্য অন্তত ১৫ লক্ষ টাকা প্রয়োজন। তাই দেশবাসী ও প্রবাসে অবস্থানরত বিক্তবানদের কাছে মানবতার সাহায্যে একজন মুসলিম হিসেবে আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

যোগাযোগ: ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চকরিয়া চিরিংগা শাখা, ব্যাংক হিসাব নং- দেশে ৭২৫৩৮ অথবা বিদেশ থেকে- ২০৫০১৪১০২০৭২৫৩৮০০, বিকাশ-০১৮২৭৪২১৪৩৪।