মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
মধ্যরাতে হালদানদী থেকে হাজার মিটাৈর অবৈধ ভাসা জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) রুহুল আমিন অভিযান পরিজচালনা করে উপজেলার উত্তর মাদার্শা হালদা নদী থেকে জাল গুলো উদ্ধার করেন। অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করছিল অসাধু মাছ শিকারীরা। ইউএনও মোহাম্মদ রুহুল আমিন জানায়, হালদায় শক্তিশালী মাছ শিকারী রয়েছে এত অভিযানের সত্ত্বেও থেমে নেই তাদের কার্যক্রম। খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছি। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানায়।