খালেদ হোসেন টাপু, রামু:
কক্সবাজারের রামুতে অফিসের চর এলাকায় অবস্থিত ক্যাপ্টেন হিরাম কক্সের বাসভবন পরিদর্শনে সস্ত্রীক কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ।
শুক্রবার (১১ অক্টোবর ) বিকেলে   রামু অফিসের চর এলাকায় অবস্থিত হিরাম কক্সের বাসভবন ( বর্তমানে জেলা পরিষদ তত্ত্বাবধানে ডাকবাংলো হিসেবে পরিচিত ) দেখতে যান বাংলাদেশ পুলিশ বিভাগের অহংকার, অসাধারণ ব্যক্তিত্ব কক্সবাজার জেলার মান্যবর  পুলিশ সুপার এবিএম  মাসুদ হোসেনসহ স্বপরিবার। এসময় তিনি  বাসভবনটি  ঘুরে দেখেন এবং পরিদর্শনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও মতবিনিময় করেন তিনি।
এসময়  তিনি ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি ক্যাপ্টেন হিরাম কক্সের স্মৃতি লালন করে। কিন্তু  এই বাসভবনটিতে সাইনবোর্ড স্থাপন করা দরকার এবং এটাকে সংরক্ষণ করে ক্যাপ্টেন কক্স  কমপ্লেক্স  হিসেবে গড়ে তুললে পর্যটকদের আকর্ষণ বাড়বে বলে মন্তব্য করেন।
এসময় রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, রামু থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান ও  সাংবাদিক খালেদ হোসেন টাপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।