আলাউদ্দিন, লোহাগাড়া :
লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা ও চুরির মামলার পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১০ অক্টোবর ( বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন যথাক্রমে আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার মৃত মুহাম্মদ সোলাইমানের পুত্র আবদুল জলিল (২৬), চুনতি কাটুরিয়া পাড়া এলাকার মোহাম্মদ হাসেমের পুত্র শফিকুল ইসলাম ও একই ইউনিয়নের নলবনিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র মুহাম্মদ ইউসুফ।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা হতে হত্যা, অস্ত্র ও নাশকতা মামলার পলাতক আসামী মুহাম্মদ আবদুল জলিলকে,চুনতি নলবনিয়া এলাকা হতে চুরির মামলার পলাতক আসামী মুহাম্মদ ইউসুফ এবং কাঠুরিয়া পাড়া এলাকা হতে বন মামলার পলাতক আসামী মুহাম্মদ শফিকুল ইসলামকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে পুলিশ ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।