মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম’কে বরিশাল জেলা পুলিশে বদলী করা হয়েছে। তিনি শুক্রবার ১১ অক্টোবর একই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান কে দায়িত্বভার হস্তান্তর করেছেন। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের দায়িত্বশীল সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন।
সদর মডেল থানায় নতুন ওসি না আসা পর্যন্ত ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব পালন করবেন। বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম’কে বদলী করার পর কক্সবাজার সদর মডেল থানায় এখনো নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি। বিদায়ী ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম ২০১৮ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় ওসি হিসাবে যোগদান করেন। তাঁর নিজস্ব জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি সাহসিকতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর ফেব্রুয়ারিতে জাতীয় পুলিশ সপ্তাহে পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদক লাভ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।