মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি আগামী শনিবার ১২ অক্টোবর কক্সবাজার আসছেন। তিনি ঐ দিন সকাল ৯’১৫ বাংলাদেশ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সকাল ১১ টায় হিলটপ সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। একইদিন দুপুর ১২ তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার-৩, (রামু-সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল কর্তৃক রামু স্টেডিয়ামে আয়োজিত বিশাল মেজবান ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তথ্যমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ আরিফ নাজমুল হাসানের স্বাক্ষরে প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।
মেজবান ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন শেষে তিনি বিকেল ৩’৫০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
প্রসঙ্গত, বিগত জানুয়ারি মাসে বর্তমান সরকার তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর মন্ত্রী পরিষদ গঠন করলে ড. হাসান মাহমুদ এমপি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং তথ্য মন্ত্রী হওয়ার পর ড. হাসান মাহমুদ এমপি’র এটি হবে কক্সবাজারে প্রথম সফর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।