মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভা আগামী ১৮ অক্টোবর শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সচিব ও সরকারের উপসচিব এ.কে.এম.জি কিবরিয়া মজুমদার সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিব জানান, কমিটির যাঁরা সাচিবিক দায়িত্ব পালন করবেন তাঁরা আগামী বুধবার, ১৬ অক্টোবর সড়কযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল পৌনে ১০ টায় বিমানযোগে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি ও সদস্যরা কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সাড়ে ১০ টায় তাঁরা রোহিঙ্গা আগমনের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা প্রত্যক্ষ করার লক্ষ্যে উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সংসদীয় কমিটি সেখানে মধ্যাহ্ন ভোজ সারবেন। এরপর বেলা আড়াইটার সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তাঁরা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকা ত্যাগ করবেন। ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে মিলিত হবেন। সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রীও সংসদীয় স্থায়ী কমিটির উক্ত সভায় অংশ নিতে কক্সবাজার আসবেন।

জেলা প্রশাসনের প্রস্তুতি সভা:
একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠক উপলক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভা বৃহস্পতিবার ১০ অক্টোবর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংসদীয় স্থায়ী কমিটির আগামী ১৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিতব্য সভার বিভিন্ন প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি, উর্ধ্বতন বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
প্রসংগত, কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য।