প্রেস বিজ্ঞপ্তি :

এডভোকেট নজরুল ইসলাম-১ এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’  জেলা জজ   খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে   বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। মরহুম এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির  সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।  জেলা জজ সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর রুহের শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।

জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম নজরুল ইসলাম এডভোকেট’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আরম্ভ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।