গিয়াস উদ্দিন, পেকুয়া :
হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী আবদুস সালাম (৪৮) কে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার সময কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম অমজাখালী গ্রামের বাড়ীতে অভিযান চালিয়ে সহকারী উপ- পরির্দশক মোহাং আলমগীর হোসেন সঙ্গীয় পোর্স নিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি পশ্চিম অমজাখালী গামের মৃত উকিল আহদের ছেলে।
কুতুবদিয়া পুলিশ জানায়, কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম অমজাখালী গ্রামে বিগত ২০১৬ সনে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুবৃর্ত্তরা বিধবা সেলিনা আকতারকে মারধর পুর্বক হত্যা করে। সেসময়ে সেলিনার কন্যা রুজিনা আকতার বাদি হয়ে কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামী আবদুস সালাম, বেলাল উদ্দিন, জয়নাল আবেদিন,জামসেদুল আলম,ফরিদুর আলম,বিউটিদের নাম দিয়ে সি,আর ৯০/১৬নং মামলা রুজু করেন।
কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, হত্যা মামলার আসামী আবদুস ছালাম আটক করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।