সরওয়ার কামাল, মহেশখালীঃ

মহেশখালী উপজেলার ছোটমহেশখালী দক্ষিণ কুল এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী আলহাজ্ব জামাল উদ্দিন ৯ ই অক্টোবর দুপুর ১২ টায় দুবাইতে বিদ্যুৎ দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না —- রাজেউন)। এক সন্তানের জনক আলহাজ্ব জামাল উদ্দিন ছোট মহেশখালী দক্ষিন কুল এলাকার আব্দূল জলিল কোম্পানীর বড় সন্তান। সৌদি আরব আবাহার খোকন সূত্রে এ দূর্ঘটনার খবরটি জানা যায়। খোকন আরো জানান, জামাল উদ্দিন সৌদি আরবে দীর্ঘ ১৫ বছর ছিল। পরে বাংলাদেশে এসে দুবাইতে গেছেন ৫/৬ মাস আগে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।