পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া আজিজ নগর জাইল্লার ঢালা এলাকায় ইঞ্জিন চালিত ট্রলি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা সবাই নলকূপ মিস্ত্রি তারা নলকূপ বসানোর জন্য পেকুয়া থেকে আমিরাবাদ যাচ্ছিলেন ।
নিহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার আব্দুল খালেকের পুত্র মামুনুর রশীদ (২১), আব্দুল মালেকের পুত্র মোহাম্মদ আসিফ (২২) । ঘটনায় আহত ব্যক্তি মেহেরনামা এলাকার কফিল উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চিরিঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।