কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও ফেইসবুকে বিরাম হোটেল নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ
গত ৮ অক্টোবর সন্ধ্যার পর থেকে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরাম হোটেলের খাবার প্লেটে জোক শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। তাহা আসলে মোটেও সত্য নয়।পরিবেশিত সংবাদ টি উদ্দেশ্য মুলক।একদল ব্যবসায়ী প্রতিপক্ষ আমার বিরাম হোটেলের ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করতে পরিকল্পিত ভাবে এমন অপপ্রচারে নেমেছে। যা খুবই দুঃখ জনক।মুল কথা হচ্ছে সেদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৪ জন সম্মানিত সাংবাদিক বিরাম হোটেলে নাস্তা করতে আসে। নাস্তা করার শেষ পর্যায়ে অতিরিক্ত খাবারের প্লেটে এক টুকরো ভাজা পেঁয়াজ কালো বর্নের দেখতে পেয়ে জোক বলে অভিযোগ করলে আমি নিজে গিয়ে সাংবাদিক ভাইদের দেখাতে ও বুঝাতে সক্ষম হই যে এটি জোক নয়, পেঁয়াজ। পরে সাংবাদিক ভাইয়েরা চলে যায় এবং এ বিষয় নিয়ে বিরাম হোটেল কতৃপক্ষের সাথে কোন বাড়াবাড়ি বা ভুল বুঝাবুঝি হয়নি। অথচ এ নিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং ফেইসবুকে লেখালেখি খুবই দুঃখ জনক। যা একটি ছোট বিষয় কে তিল থেকে তাল করার সামিল।বিরাম হোটেলের দীর্ঘ কয়েক যুগের ব্যবসার ইতিহাস আছে। আমরা সব সময় আমাদের কাস্টমারের সন্তুষ্টির কথা চিন্তা করেই ব্যবসা পরিচালনা করি।খাবারের মাঝে জোক দিয়ে আমরা আমাদের ব্যবসা ধংস করব তা কোন ভাবেই সম্ভব নয়।তাই বলছি এটি একটি জঘন্য মিথ্যাচার ও প্রতিপক্ষ ব্যবসায়ী দের চক্রান্ত। প্রচারিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হতে বিনিত অনুরোধ জানাচ্ছি। নিবেদক বিরাম হোটেলের পক্ষে মো শরীফ