সাকিবুল হক:

কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। একপাশে পাহাড় এবং অন্যপাশে সমুদ্র মিলে কক্সবাজারের সৌন্দর্য বেড়েছে কয়েক গুণ। সবকিছু মিলিয়েই কক্সবাজার পৃথিবীর মানচিত্রে নিজের স্থান দখল করে আছে। প্রায় সারা বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে কক্সবাজারে। যা বাংলাদেশের অর্থনীতিতে ভাল একটি প্রভাব ফেলছে। কিন্তু এসবকিছুই ভেস্তে যাবে, যদি না আমরা আমাদের কক্সবাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখি।

অনেক সময় নিজেদের ইচ্ছাকৃত ভুলে কিংবা মনের অজান্তেই আমরা সমুদ্রে বেড়াতে গিয়ে সৈকত নোংরা করে ফেলি। যেমন- যত্রতত্র চিপসের খোসা, প্লাস্টিকের গ্লাস, পানির বোতল, জুসের প্যাকেট, সিগারেটের অবশিষ্ট অংশ প্রভৃতি ফেলে আমরা সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছি। যা কোনভাবেই আমাদের কাম্য নয়।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ কক্সবাজার সদর-রামু স্টুডেন্টস ফোরাম এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দীর্ঘ ১০ দিনের ছুটিতে কক্সবাজার বাড়িতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করে যা পর্যটকদের নজর কেড়েছে। কক্সবাজার জেলার স্থানীয় একদল তরুণও এতে অংশ নেন। এরপরে তরুণরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে সৈকতের পাশ্ববর্তী লাবণী পয়েন্টের সমুদ্রতীরের বিভিন্ন জায়গায় গিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা সংগ্রহ করে স্তুপ করে রাখা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ভ্যানযোগে সেগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়৷ এমন আয়োজনটি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের দেশের একটি মূল্যবান সম্পদ। এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পর্যটকদের সচেতনতা বাড়াতে আমরা কাজ করে যাবো।

বুধবার বিকাল ৩ টায় শুরু হওয়া এই অভিযান শেষ হয় সন্ধ্যা ৭ টায়। ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি জিল্লুর রহমান এর সহযোগিতায় বীচ ক্লীন-আপ প্রোগ্রাম সম্পন্ন হয়৷ তিনি বলেন, এই উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে নিঃসন্দেহে। দেশের পর্যটন শিল্পের বিকাশে সৃষ্টি হবে পরিচ্ছন্ন পরিবেশ।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনটির সভাপতি শাকিব, সাধারণ সম্পাদক নাজমুল, যুগ্ন-সাধারণ সম্পাদক মারুফ, সদস্য তৌহিদ, রাশেদ, শাকিল, ফরহাদ, সায়েম। এছাড়াও কক্সবাজার সরকারি কলেজের শিবলি, আনোয়ার, সাদেক, কক্সবাজার সিটি কলেজের শাহিন, সাইদ, রাফি, জুনান, নাজমুল, শিহাব, শামীম, কক্সবাজার মডেল হাই স্কুলের বৈশাখ, তুষার, আমিন, কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজের নাহিদসহ অনেকে অংশগ্রহণ করেন।

ভিডিও এখানে ক্লিক করুন