আলাউদ্দিন, লোহাগাড়া :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে লোহাগাড়া ছাত্রসমাজ ।

বুধবার (৯ অক্টোবর) রাত ৮ টায় শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করা হয়।

এতে লোহাগাড়া ছাত্রসমাজের ইকবাল হোসেন বাহার,মো নাফিছ, মো: হামিদ, মো : ওমর আলিফ, মো সেফা, মো: সায়েম, মো : জিসান, মো: রোমানসহ ছাত্রসমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এ সময় মোমবাতি প্রজ্বালন করে আবরার হত্যার বিচার ও ক্যাম্পাসে সুস্থ রাজনীতির দাবি তোলেন।