মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত স্কুল “অরুণোদয়” কে স্থায়ী রূপ দিতে এটিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নেয়া হবে। এ স্কুলের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বুধবার ৯ অক্টোবর কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অরুণোদয় স্কুলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা, ইউএনএইচসিআর-এর লিয়াজো অফিসার ইফতেখার উদ্দিন বায়েজিদ প্রমুখ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য জেলা প্রশাসনের এ প্রয়াসকে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ স্বাগত জানান ও এর ভূয়সী প্রশংসা করে বলেন-এই স্কুল কক্সবাজারের প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীকে ১০ টি আধুনিক হুইল চেয়ার বিতরণ করা হয়। এসডিজি ২০৩০ অর্জনের পথে এই স্কুল একটি মাইল ফলক হয়ে থাকবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ।
প্রসঙ্গত, শিক্ষা পাগল কক্সবাজারের স্বনামধন্য জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের উদ্যোগে শহীদ স্মরণীতে হিলটপ ও হিলডাউন সার্কিট হাউসের মধ্যবর্তী স্থানে অরুণোদয় স্কুলটি গড়ে তোলা হয়। এছাড়া কক্সবাজার শহরের বায়তুশ শরফ রোডের বইল্ল্যা পাড়ায় পরিত্যক্ত সিএন্ডবি কলোনীতে গড়ে তোলা হয়েছে কক্সবাজার ডিসি কলেজ।