প্রেস বিজ্ঞপ্তি:

চট্রগ্রাম জামিয়া ওবাইদিয়া নানুপুর এর মহাপরিচালক মহান অধ্যাত্মিক সাধক আল্লামা জমির উদ্দীন নানুপুরী রহঃ এর জৈষ্ঠ্য সাহেবজাদা পীরে কামেল অাল্লামা সালাহ উদ্দিন নানুপুরী আগামী ১১ আক্টোবর ১ দিনের সফরে কক্সবাজারে আসছেন। তিনি ওইদিন কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজে ইমামতি করবেন এবং নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স এর সাধারাণ সম্পাদক আবদুল হান্নান সাউদ যথা সময়ে মসজিদে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।