প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৮ জনকে আটক করেছে। গত ৮ অক্টোবর সকাল হতে ৯ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত)  মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই আবুল কালম-১, এসআই বেলাল উদ্দিন, এসআই সনৎ বড়ুয়া, এসআই সাইফুল ইসলাম-২, এসআই শেখ মোঃ সাইফুল আলম, এএসআই মহিউদ্দিন, এএসআই নিজাম, এএসআই লোকমান হোসেন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ শাহাবুদ্দিন প্রঃ বাবু, পিতা- মৃত হাজী সিরাজ মিয়া, সাং- পূর্ব লারপাড়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।

২। মোঃ রাজীব, পিতা- মৃত আবুল কালাম, সাং- ওয়াহেদ মাঝি বাড়ী, জাঙ্গালিয়া ইউপি, থানা- কমলনগর, জেলা-লক্ষীপুর, বর্তমানে- কুমিল্লাপাড়া, মসজিদের পাশের্^ পেশকার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩। নুরুল ইসলাম, পিতা- নুর হোসেন, সাং- দক্ষিণ ডিককুল, থানা ও জেলা-কক্সবাজার।

৪। মোহাম্মদ সেলিম, পিতা- আবদুস সালাম, সাং- বৈদ্য ঘোনা খাজা মঞ্জিল, থানা ও জেলা-কক্সবাজার।

৫। শাহেদুল ইসলাম, পিতা- মৃত বাদশা মিয়া, সাং- খাজা মঞ্জিল, বাদশা মিয়ার বাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।

৬। বাচ্চু মিয়া, পিতা- দেলোয়ার হোছাইন, সাং- মহেশখালীয়া পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

৭। আবু তাহের, পিতা- আনু মিয়া, সাং- খুদাইবাড়ী ভানু মেম্বারের বাড়ী, ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

৮। মোঃ ওহীদুল আলম, পিতা- মৃত নুরুল হক, সাং- পশ্চিম পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।