সংবাদ বিজ্ঞপ্তি :

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের চাঞ্চল্যকর মামলাটি দ্রুত বিচার আইনের ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুততম সময়ের মধ্যে মামলা নিস্পত্তি করে সকল ঘাতক হত্যাকারীদের ফাঁসির দাবীতে ও বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ক্যাম্পাস সন্ত্রাস চাঁদাবাজ ও টেন্ডারবাজ মুক্ত করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করণের দাবীতে বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে জাসদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সংগঠনের জেলা সভাপতি আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দ্যা ডেইলী স্টার প্রতিনিধি সাবেক ছাত্রলীগ নেতা প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কক্সবাজার জেলার সাবেক সভাপতি কমরেড সমির পাল, আরও বক্তব্য রাখেন- জেলা জাসদ সহ-সভাপতি এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, শহর জাসদ সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু, সাধারণ সম্পাদন নুর আহমদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনির আহমদ মনু, আবু তৈয়ব, জাতীয় যুবজোট কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমু, সদর উপজেলা যুবজোট সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, সহ-সভাপতি মোঃ আজম, শ্রমিক জোট যুগ্ম আহবায়ক প্রদীপ দাশ, লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারী কলেজের ছাত্র সাইদ বিন আল হোসাইন, কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ সায়েম, আবদুর রশিদ মুন্না, মামুন, শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুর রহিম, হাশেম প্রমুখ।

মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- দ্রুত বিচার আইনের আওতায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডোর জড়িত সকল নরঘাতকদের ফাঁসি রায় দিয়ে তা দ্রুত কার্যকর করতে হবে এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ক্যাম্পাস সন্ত্রাস, চাঁদাবাজ ও অস্ত্রবাজ, টেন্ডারবাজদের অশুভ খপ্পর থেকে মুক্ত করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে জোর দাবী জানান।

বক্তরা একই সাথে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নিজ দলের ভিতরে ও বাহিরের সকল দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সমূহ কারো মুখ ও দল না দেখে সকল অপরাধীদের ক্ষেত্রেই সমভাবে আইনের কঠোর প্রয়োগেরও জোর দাবী জানান এবং ছাত্রদের চলমান আন্দোলনের সকল ন্যায্য দাবী সমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সভা পরিচালনা করেন শহর ছাত্রলীগের সভাপতি মোঃ কাইছার হামিদ।