মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :

বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর  অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। শ্রদ্ধা জানাতে বুধবার  ৯ অক্টোবর দুপুরে মহাথেরোকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে শ্রদ্ধা জানাতে  রামু কেন্দ্রীয় সীমা বিহারে এ প্রতিনিধি দল আসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি নেতা ড. সুকুমল বড়ুয়া,
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা কর্মী ।
বিএনপির শীর্ষ পর্যায়ের এই প্রতিনিধি দল সরাসরি রামুতে গিয়ে ফুল দিয়ে প্রয়াত ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর স্মরণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন । পরে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সাথেও কুশল বিনিময় করেন ।
এসময় আয়োজিত এক অনুষ্ঠানে অামির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো বৌদ্ধ ধর্মীয় একজন শীর্ষ নেতা হিসেবে শুধু বৌদ্ধ নয়; সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার অন্তিম প্রয়াণে বাংলাদেশ একজন মহান ব্যক্তিকে হারালো। কার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর এই প্রয়াণে বিএনপি গভীরভাবে শোকাহত। আজকের এই দিনে আমরা তাঁকে গভীরভাবে স্মরণ করছি এবং স্মরণে রাখবো।