মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার পেকুয়া বাজারে অভিযান চালিয়ে ৫ মন ইলিশ মাছ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈকা সাহাদাত বিষয়টি সিবিএন-কে নিশ্চিত করেছেন।

বুধবার ৯ অক্টোবর সকাল ৯ টার দিকে পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ পেকুয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ২শ কেজি (৫ মন) ঝাটকা ইলিশ জব্দ করে। সকাল সাড়ে ১০ টায় পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার সাঈকা সাহাদত তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেনের ৫ মন ইলিশ মাছ জব্দ ও ৫ হাজার টাকা অর্থ জরিমানা করেন। জব্দকৃত ২শ’ কেজি ইলিশ ইউএনও সাঈকা সাহাদাতের নির্দেশে পেকুয়া উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়। সরকার সারাদেশে ৯ অক্টোবর বুধবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগরে মাছ ধরা, বাজারজাত, পরিবহন, বিপনন নিষিদ্ধ করেছে। ইলিশ ধরার উপর সরকারী নিষেধাজ্ঞা আরোপের পর কক্সবাজার জেলায় সর্বপ্রথম মোবাইল কোর্ট পরিচালনা করে ইলিশ জব্দ ও জরিমানা করা হলো। ইউএনও সাঈকা সাহাদাত জানান, মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।