নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোকে শ্রদ্ধা জানাতে রামুতে আসছেন বিএনপির প্রতিনিধি দল।
আজ (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা রামুতে পৌঁছার কথা রয়েছে।
দলীয় সুত্র জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি নেতা ড. সুকুমল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন ওই প্রতিনিধি দলে রয়েছেন।
সাথে থাকছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
প্রতিনিধি দলের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিএনপির শীর্ষ পর্যায়ের এই প্রতিনিধি দল সরাসরি রামুতে গিয়ে প্রয়াত ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন। কুশল বিনিময় করবেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সাথে।